মুকসুদপুরে চোলাই মদসহ একই পরিবারের তিন সদস্য আটক
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোয়ালগ্রামে পুলিশ অভিযান চালিয়ে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ পিতা-পুত্র ও পুত্রবধূকে আটক করেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার কাশালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, নির্মল শিকদার (৫০), ছেলে উজ্জল শিকদার (৩০) ও পুত্রবধূ নুপুর শিকদার (২৫) ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস আই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশালিয়া ইউনিয়নের গোয়ালগ্রামে অভিযান চালায়। এসময় দেশীয় তৈরি ৫ লিটার চোলাই মদ ও মদ তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় বাবা নির্মল শিকদার, ছেলে উজ্জল শিকদার ও ছেলের স্ত্রী নুপুরকে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা বলেন, সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদসহ তিনজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।