মুকসুদপুরে চাচার টাকা ভাগাভাগির জের ধরে যুবকের আত্মহত্যা
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে চাচার রেখে যাওয়া টাকার ভাগাভাগির জের ধরে বাবু মিনা (২২) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার গুনহার গ্রামে এ ঘটনা ঘটে। বাবু মিনা মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের গুনহার গ্রামের মৃত জহুরুল হক মিনার ছেলে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, বাবু মিনার চাচা চির কুমার আবদুর রশিদ মিনা কয়েক লাখ টাকা ব্যাংকে রেখে প্রায় ৬ বছর পূর্বে মারা যান। পরে এ টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে ভাইদের মধ্যে কয়েক মাস ধরে দ্বন্দ চলে আসছিল। এনিয়ে বৃহস্পতিবার বিকেলে ভাইদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যায় অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করে বাবু মিনা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে।