মুকসুদপুরে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক জামাল শেখের (৩৫) বিরুদ্ধে। এ ব্যাপারে সোমবার মুকসুদপুর থানায় ধর্ষনের চেষ্টা একটি মামলা দায়ের হয়েছে।
ওই ছাত্রীর পারিবারের অভিযোগে জানা যায়, শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার বরইতলা গ্রামের চতুর্থ শ্রেনীর এক ছাত্রী মক্তব থেকে পড়া শেষ করে বাড়ী ফিরছিল। এ সময় একই গ্রামের রাজু শেখের ছেলে জামাল শেখ (৩৫) ওই ছাত্রীকে ফ্্ুসলিয়ে পার্শবর্তী ঝোপে নিয়ে ধর্ষন করে। পরে ওই ছাত্রী বাড়ীতে এসে অসুস্থ্য হয়ে পড়লে রোববার পরিবারের লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।