মুকসুদপুরে ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পইনের উদ্বোধন
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রসিতনিধি
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জনগনের দোরগোড়ায় সেবা কর্মসূচির আওতায় ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পইনের উদ্বোধন করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন এ ক্যাম্পইনের আয়োজন করে। গতকাল সোমবার সকাল ১০টায় মুকসুদপুর উপজেলার বনগ্রাম বাজার মাঠে ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মো: কাবির মিয়া, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের স্টল পরিদর্শন করেন। এ ওয়ান স্টপ সার্ভিস ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক যাবতীয় সেবা ও পরামর্শ নিতে পারছেন।