মুকসুদপুরে অগ্নিকান্ডে ৪টি দোকান ঘর ভষ্মিভূত ৬ লাখ টাকার ক্ষতি
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাট বাজারে অগ্নিকান্ডে ৪টি দোকান ঘর ভষ্মিভূত হয়ে ৬লাখ টাকার ক্ষতি হয়েছে। রবিবার সকালে উপজেলার দাসেরহাট বাজারে বিদ্যুৎ এর সর্টসার্কিটের সুত্রেপাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন এবং মুকসুদপুর ফায়ারসার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে আতিয়ার রহমানের মুদির দোকান পুড়ে ক্ষতি হয়েছে প্রায় দুইলাখ টাকা, ইয়ার আলির পাটের গুদাম পুড়ে প্রায় দেড় শত মন পাট যার বাজার মূল্য তিন লাখ টাকা, নুরু গাজির চিড়াই কাঠের দোকান পুড়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি, মিন্টু শেখের সিমেন্টের দোকান ১৫০ বস্তা সিমেন্টসহ আসবাব পত্র পুড়ে গেছে।
গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মো. ওবাইদুল ইসলাম জানান প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ এর সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। দ্রæত আগুন নিয়ন্ত্রনে না আসলে প্রানহানিসহ ক্ষতির পরিমাণ আরো বেড়ে যেত। মুকসুদপুর ফায়ারসার্ভিসের ষ্টেশন মাষ্টার জানান আগুন ধরার খবর শুনে আমরা ঘটনাস্থলে দ্রæত পৌছো আগুন নিয়ন্ত্রনে এনেছি। আগুনে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।