January 21, 2025
আঞ্চলিক

মুকসুদপুরে অগ্নিকান্ডে দুটি বসতঘর ভস্মিভুত , ৮ লাখ টাকার ক্ষতি

 

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের মুন্সী বাড়িতে শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে দুটি বসতঘর সম্পুন্ন পুড়ে ছাই হয়ে যায় এবং একটি বসতঘর ও একটি গোয়ালঘরসহ তিনটি ঘর আংশিক পুড়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়।

স্থানীয় রাঘদী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এসময় হাসেন মুন্সীর বসতঘর ও হোছেন মুন্সীর বসতঘর সম্পুন্ন পুড়ে ছাই হয়ে যায় এবং হাছেন মুন্সীর বসতঘরসহ আরো তিনটি ঘর আংশিক পুড়ে যায়। এ অগ্নিকান্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *