January 19, 2025
আন্তর্জাতিক

মিয়ানমারে শত শত বিক্ষোভকারীর মুক্তি

গত বুধবার মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় গ্রেফতার হওয়া শত শত বন্দিকে মুক্তি দিয়েছে সামরিক জান্তা সরকার। দেশটিতে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। খবর রয়টার্সের।

বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী দেশের পুরো ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই বিক্ষোভের সূত্রপাত। বিক্ষোভকারীরা জান্তা সরকারের বিরুদ্ধে নীরব ধর্মঘট পালন করছে।

এদিকে, ইয়াঙ্গুন শহরের বেশিরভাগ ব্যবসা-প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করে বিক্ষোভ করে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দিদের বহনকারী বেশ কয়েকটি বাস বুধবার সকালে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। সেখানে বন্দিদের বেশ কয়েকজন আইনজীবীও ছিলেন।

তবে কতজন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষ তাৎক্ষনিকভাবে কিছু জানায়নি। সেনাবাহিনীর মুখপাত্রের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আইনী পরামর্শদাতা একটি গ্রুপের এক সদস্য জানিয়েছেন, বিভিন্ন স্থানে বিক্ষোভ থেকে, রাতে অভিযান চালিয়ে এসব মানুষকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া যারা নিয়মভঙ্গ করে কেনাকাটার জন্য বাড়ি থেকে বের হয়েছে তারাও নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছে।

ওই সদস্য জানিয়েছেন, তিনি ১৫টি বাসকে কারাগার থেকে বের হতে দেখেছেন। অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, সামরিক বাহিনীর বিরুদ্ধে চলা বিক্ষোভে গত ১ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে অনেক ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ রাখা হয়েছে। শহরের রাস্তা-ঘাটে খুব অল্প পরিমাণ গাড়ি চলাচল করতে দেখা গেছে।

বিক্ষোভের পক্ষে থাকা এক কর্মী বলেন, একদিনে জন্য কেউ কোথাও যাবে না, কোনো দোকান-পাট খুলবে না, কেউ কোনো কাজ করবে না।

ইয়াঙ্গুনের মায়ানগোন জেলার এক বাসিন্দা বলেন, প্রতিদিন শাক-সবজি এবং মাছ-মাংস নিয়ে যেসব বিক্রেতারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন বুধবার তাদের কাউকেই দেখা যায়নি। শুধুমাত্র পাখির ডাক ছাড়া কোনো যান চলাচলের শব্দও পাওয়া যায়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *