মিয়ানমারের দুই জেনারেলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
রাখাইনে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের দায়ে মিয়ানমার সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের দুই জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এক ঘোষণায় এ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানান। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশন ব্রিটিশ ফরেন অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জানান, রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন ও নির্যাতনের দায়ে মিয়ানমার সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের দুই জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এছাড়া রাশিয়ার অডিটর সের্গেই মেগনেস্কির মৃত্যুর ঘটনায় রাশিয়ার ২৫ নাগরিক ও সৌদি আরবের সাংবাদিক জামাল খাসগির হত্যাকাণ্ডে জড়িত ২০ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞা আরোপের ফলে এই ব্যক্তিরা সে দেশে প্রবেশ করতে পারবেন না। একই সাথে যুক্তরাজ্যের কোন ব্যাংকিং প্রতিষ্ঠানে অর্থ রাখতে পারবেন না তারা।