মিয়ানমারকে পরিবেশ তৈরি করতে হবে: মিলার
রোহিঙ্গাদের নিজ আবাসে ফিরিয়ে নিতে মিয়ানমারকে পরিবেশ তৈরি করার কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল বরার্ট মিলার।
মঙ্গলবার দুপুরে সিলেটের ঐতিহাসিক ক্বীন ব্রিজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মিলার বলেন, “রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকে সেখানে পরিবেশ তৈরি করতে হবে। যাতে রোহিঙ্গারা নিরাপদে বসবাস করতে পারেন।”
পাশাপাশি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর বিশ্ব সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখার কথাও বলেছেন মার্কিন রাষ্ট্রদূত।সোমবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্থাপিত আমেরিকান কর্নার পরিদর্শন করতে সিলেট যান মিলার। দুপুরে সুরমা নদীর উপর স্থাপিত ঐতিহাসিক ক্বীণ ব্রিজ পরিদর্শন করেন তিনি।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।