মিরাজ-মুস্তাফিজ জুটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
১৩৬ রান থেকে ১৮৭ রান। ৫১ রানের প্রায় অসম্ভব এই সমীকরণকে সম্ভব করে ঘরের মাটিতে ভারতকে হারিয়ে আবারাও ইতিহাস লিখল বাংলাদেশ। মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে মুস্তাফিজকে নিয়ে শেষ জুটিতে এই অফ স্পিনিং অলরাউন্ডার যা করে দেখিয়েছেন, তা হয়তো ভাবেনি কেউ। প্রথম ওয়ানডেতে কোহলি- রোহিতদের বেঁধে দেওয়া ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা। ম্যাচে জয়ের নায়ক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
দিনের শুরুতে মিরপুরে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ পায়নি ভারত। সবশেষ সাকিবের ৫ উইকেট ও ইবাদত হোসেনের ৪ উইকেটের শিকারে দলটির ইনিংস থামে ১৮৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লোকেশ রাহুল।