January 22, 2025
জাতীয়

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবনের নয়তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন শ্রমিক হলেন- সেলিম (১৯), সোহেল রানা (২০) ও ওয়াসিম (১৩)।

পল­বী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুপুরে মিরপুর-১২ নম্বর বি ব্লকের একটি নির্মাণাধীন ভবনের নয়তলায় কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এসময় হঠাৎ মাচাং ভেঙে তারা নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে ওয়াসিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং সেলিম ও সোহেল রানাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য ওয়াসিমের মরদেহ ঢামেক হাসপাতাল এবং সেলিম ও সোহেল রানার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *