মিয়ানমার থেকে আসছে মাদক, সাড়ে ১০ কোটি টাকার আইস জব্দ
কক্সবাজারের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি সদস্যরা। একই সঙ্গে ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) রাতে বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এমন তথ্য জানানো হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তির নাম পরিচয় জানানো হয়নি।
কক্সবাজার ব্যাটেলিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ দশমিক ১৩২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ মাদকের আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ৬৬ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ ক্রিস্টাল মেথ আইস মিয়ানমার থেকে নিয়ে আসা হয়েছে। কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল নামক এলাকায় অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়।