December 27, 2024
বিনোদন জগৎ

মা-মেয়ে গাইবেন অস্ট্রেলিয়ার তিন কনসার্টে

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। সঙ্গে যাচ্ছেন ন্যানসিকন্যা-কণ্ঠশিল্পী রোদেলা। উপস্থিতিকে বাড়তি আনন্দ দিতেই মায়ের সঙ্গে মেয়েকেও আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা, এমনই তথ্য দিয়েছেন উচ্ছ্বসিত ন্যানসি।

এ আয়োজন প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘রোদেলা এমনিতেই একটু লাজুক প্রকৃতির। অন্যের সামনে গাইতে লজ্জাবোধ করে। অবশ্য প্রথম প্রথম আমারও এমন হতো। ধীরে ধীরে এ সমস্যা কাটিয়ে উঠি। আশা করি রোদেলারও এ সমস্যা থাকবে না। তবে বিদেশের মাটিতে এত বড় আয়োজনে গান গাওয়াটা তার জন্য চ্যালেঞ্জিং’ই বটে। তবুও আশা রাখি রোদেলা পারবে, উপস্থিতিকে আনন্দ দিতে। আর না পারলেও আয়োজকদের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। মূলত তাদের ইচ্ছাতেই আমার সঙ্গে রোদেলার এই সফর। এর আয়োজক- ড. অ্যাসোসিয়েশন অব ব্রিসবেন।’

ন্যানসি আরও বলেন, ‘গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়াতে শো করেছিলাম। সেই আয়োজনের সফলতায় এবারও তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আশা করি, এবারও গতবারের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

এদিকে রোববার (৮ অক্টোবর) দুপুর ২টায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর’র ‘আমরা সবাই রাজা’ শীর্ষক গানটিতে কণ্ঠ দেবেন রোদেলা। চলতি মাসের ১৭ তারিখে রোদেলার অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে লিরিক্যাল ভিডিওতে গানটি প্রকাশ পাবে বলে ন্যানসি জানিয়েছেন। তার আগে রোদেলার কণ্ঠের ‘প্রজাপতি’ শিরোনামের গানটি সঙ্গীতমহলে বেশ প্রশংসিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র পর রোদেলা এবার গাইছেন বিশ্বকবির গান ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *