May 15, 2025
আঞ্চলিক

মা ইলিশ সংরক্ষণ অভিযানে কোস্ট গার্ডের সাফল্য

খবর বিজ্ঞপ্তি

ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১’ উপলক্ষ্যে গত ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিনে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন নদীতে মোট ৩,০৪৯টি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২৩৩ কোটি ৬৪ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের ৬ কোটি ৩৭ লক্ষ ৯৮ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল, ৯,৮৩২ কেজি ইলিশ মাছ, ১১৫ টি বোট ও ২৫৭ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত এসব অবৈধ জাল স্থানীয় প্রসাশন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদÐ দেয়া হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *