মাস্ক ছাড়া সংসদ অধিবেশনে চীনা প্রেসিডেন্ট
নিজে মাস্ক না পরেই সংসদ অধিবেশনে যোগ দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। করোনার সুতিকাগার এই দেশটিতে মহামারি শুরুর পর থেকেই অলিখিতভাবে মাস্ক পরা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও কিছু প্রদেশে বাধ্যতামূলক।
শুক্রবার (২২ মে) দেশটির জাতীয় সংসদ ন্যাশনাল পিপলস কংগ্রেসের তৃতীয় বার্ষিক সেশন অনুষ্ঠিত হচ্ছে। এ খবর জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন।
অতিথিরা এসময় সবাই মাস্ক পরে প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানালেও শি জিনপিংয়ের মুখে কোনো মাস্ক ছিল না।
অধিবেশনের শুরুতে সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি লি কেকিয়াং সরকারের কাজের রিপোর্ট পেশ করেন। করোনা মহামারির জন্য প্রায় দুই মাসের বেশি সময় অধিবেশন স্থগিত ছিল।
অধিবেশনের আগে ন্যাশনাল পিপলস কংগ্রেসের সদস্যদের করোনা টেস্ট করা হয়। এবং বেইজিংয়ে নেতাদের মাস্ক পরা অবস্থায় দেখা যায়নি।
চীনের উহান থেকে সৃষ্ট করোনা ভাইরাসে দেশটির সাড়ে চার হাজারের বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে ৮২ হাজারের বেশি মানুষ।