মাস্কের দাম বাড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মোবাইল কোর্ট
দক্ষিণাঞ্চল ডেস্ক
মাস্কের দাম বাড়ানোসহ এর কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে- বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে’ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে বেলা ৩ টায় একই স্থানে এবিষয়ে সিনিয়র সচিব/সচিব পর্যায়ের একটি আন্তঃমন্ত্রণালয় জরুরি বৈঠক হয়।
মন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসের কারণে দেশে হঠাৎ করে কিছু অসাধু মানুষের মাধ্যমে মাস্কের দাম বাড়ানোসহ এর কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণের বেশি দামে এই মাস্ক বিক্রি করা হচ্ছে। এটি অনৈতিক কাজ।
‘দেশের সংকটকালে মাস্কের কৃত্রিম সংকট সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেয়া হবে না। এক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে মনিটরিং করাসহ অপরাধ প্রমাণিত হলে অসাধু ব্যবসায়ীদের ড্রাগ লাইসেন্স বাতিল করা হবে।’ সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।