মাশরাফির ছোট ভাই সেজারেরও করোনা নেগেটিভ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পর তার ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা সেজারেরও করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
বুধবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বলেন, মাশরাফি এবং সেজার দুই ভাই চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছে। দু’জনই আল্লাহর রহমতে ভালো আছে।
এসময় তিনি সবার কাছে তার পবিবারের জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ২০ জুন মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দু’দিন পরই তার ছোট ভাই সেজার করোনা ভাইরাসে আক্রান্ত হন।
জানা যায়, ১৮ জুন রাত থেকে মাশরাফি জ্বর অনুভব করছিলেন। পরেরদিন শুক্রবার বিকেলে ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করান তিনি। ২০ জুন বিকেলে মাশরাফির করোনা রিপোর্ট পজেটিভ আসে। নমুনা পরীক্ষা করতে দিলে দু’দিন পর সেজারেরও করোনা রিপোর্ট পজেটিভ আসে। মাশরাফির স্ত্রী সুমনা হক সুমিও করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বাসায় চিকিৎসা নিচ্ছেন। সুমির রিপোর্ট এখনও নেগেটিভ আসেনি। তবে মাশরাফিসহ পরিবারের তিনজনই ভালো আছেন।