November 30, 2024
আঞ্চলিক

মাল্টি স্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির সভা

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

নেদারল্যান্ড সরকারের অর্থায়নে আর্ন্তজার্তিক সংস্থা সিমাভী’র নেতৃত্বে বাংলাদেশে ওয়াশএ্যালায়েন্স এর মাধ্যমে সহযোগী এনজিও উত্তরণ, প্রাকটিক্যালএকশন এবং হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) পানি,স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার সকালে মাল্টি স্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির এক সভা বরগুনা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা পৌরসভার মেয়র মোঃ শাহাদাত হোসেন। প্রাকটিক্যালএকশনের উপজেলা কো-অর্ডিনেটর শেখ রুসায়েদ উল্লাহ ও এস এম মোতাকাব্বিরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে পৌরসভার সকল কাউন্সিলর ও নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, যুব উন্নয়ন কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার, চেম্বার অব কমার্সসহ সুশীল সমাজের নাগরিকবৃন্দ এবং উত্তরণ, এইচপি ও প্রাকটিক্যালএ্যাকশনের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় কমিটিকে আরও সক্রিয়করণ এবং পরবর্তীতে করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *