মাল্টি স্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির সভা
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
নেদারল্যান্ড সরকারের অর্থায়নে আর্ন্তজার্তিক সংস্থা সিমাভী’র নেতৃত্বে বাংলাদেশে ওয়াশএ্যালায়েন্স এর মাধ্যমে সহযোগী এনজিও উত্তরণ, প্রাকটিক্যালএকশন এবং হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) পানি,স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় গতকাল রবিবার সকালে মাল্টি স্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির এক সভা সাতক্ষীরা পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
প্রাকটিক্যালএকশন-এর ওয়াশ ফ্যাসিলিটেটর রেশমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহম্মেদ চিশতি। সভায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রাকটিক্যালএকশন-এর ওয়াশ ফ্যাসিলিটেটর রেশমা পারভীন এবং কমিটির দায়িত্ব ও কর্তব্য উপস্থাপন করেন উত্তরণ প্রতিনিধি শেখ রুসায়েদ উল্লাহ। আরও উপস্থিত ছিলেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর প্রতিনিধি শরিফুল ইসলাম। সভায় কমিটিকে আরও সক্রিয়করণ এবং পরবর্তীতে করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।