মাল্টিস্টেক হোল্ডার কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার সকালে উত্তরণ ও দলিত এর আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কনফারেন্স রুমে নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, দাতা সংস্থা সিমাভী এর সহায়তায় উপজেলা মাল্টিস্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। উত্তরণের প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিনা পারভীনের র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।
কমিটির উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু এবং সদস্য সচিব ছিলেন সদর উপজেলা প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এসএম মারুফ তানভীর হুসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম,যুবউন্নয়ন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম এবং বল্লী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বজলুর রহমান মহোদয় সহ বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাড়ি ইউনিয়নের সচিব, মেম্বার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফেডারেশন এর সভানেত্রীসহ পানি, স্যানিটেশন ও ন্যাপকিন ব্যবসায়ীরা। মিটিংয়ে তিনটি ইউনিয়নের পানি, স্যানিটেশন, হাইজিন ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ভিলেজ ওয়াশ কমিটির সভাপতিগণ তাদের এলাকার সমস্যাসমূহ উপস্থাপন করেন।