মালিতে ফুলানি গ্রামে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ‘নিহত ২১’
দক্ষিণাঞ্চল ডেস্ক
মালিতে ফুলানি পশুপালকদের একটি গ্রামে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ২১ জন নিহত কিংবা নিখোঁজ হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। গত বছরের মার্চে এ ওগোসাগু গ্রামেই ডনজো শিকারীদের ঐতিহ্যবাহী পোশাক পরা সশস্ত্র ব্যক্তিদের হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হয়েছিল।
শুক্রবার স্থানীয় সময় সকালে হওয়া হামলাটি কারা করেছে সরকারের বিবৃতিতে তা বলা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওগোসাগু গ্রামের নিকটবর্তী শহর বাঙ্কাসের মেয়র মৌলায়ে গুইন্দো হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন।
অন্যদিকে ফুলানি পশুপালকদের সংগঠন তাবিতাল পালাক্কুর নেতা হামাদৌ ডিকো নিহতের সংখ্যা অন্তত ২২ বলে দাবি করেছেন। তারা (সশস্ত্র গোষ্ঠী) এসে যা কিছু নড়তে দেখেছে, সবকিছুকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, বলেছেন তিনি।
ওগাসোগুর কাছে মালির সামরিক বাহিনীর একটি অস্থায়ী ঘাঁটি ছিল; সেখান থেকে সৈন্যদের সরে যাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ হামলা হয়েছে বলে গুইন্দো এবং নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক কর্মকর্তা জানিয়েছেন।
মালির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, হামলা ঠেকাতেই সৈন্যদের মোতায়েন করা হয়েছিল। সৈন্যরা ঘাঁটিটি থেকে সরে গিয়েছিল কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতিও জানিয়েছেন তিনি।