December 25, 2024
জাতীয়

মালামাল আত্মসাৎ: ডিএনসিসি কর্মকর্তার বিরুদ্ধ দুদকের মামলা

দক্ষিণাঞ্চল ডেস্ক

পঁয়ষট্টি লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক জেসমিন আক্তার গতকাল রবিবার কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক সহকারী ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা আব্দুল মালেকের বিরুদ্ধে এ মামলা করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, আসামি মালেক ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কর্মরত ছিলেন। ওই সময়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভাণ্ডার ও ক্রয় বিভাগের ৬৫ লাখ ৩৩ হাজার ৩৮ টাকা মূল্যের মালামাল আত্মসাৎ করেন তিনি। মামলায় আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

এজাহারে বলা হয়, সহকারী ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা হিসেবে আব্দুল মালেকের ওপর দায়িত্ব ছিল ভাণ্ডারের মজুদ মালামাল গ্রহণ, সংরক্ষণ ও হিসাব এবং মালামাল বিতরণ করা। কিন্তু তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাণ্ডার ও ক্রয় বিভাগের রেজিস্টারগুলোর হিসাব ঠিকমতো সংরক্ষণ করেননি। ভাণ্ডার কার্যক্রমের বিভিন্ন রেজিস্টার পরীক্ষা করে দেখা যায়, মালামাল মজুদের হিসাব থাকলেও বিতরণের হিসাব ঠিকমত নেই। তিনি কাকে কী বিতরণ করেছেন এবং তিনি কীভাবে মজুদকৃত মালামাল খরচ করেছেন তার বেশীরভাগ মালামালের কোনো হিসাব নেই, বলা হয়েছে মামলায়।

বিতরণ ও খরচের কলামে যারা মালামাল গ্রহণ করেছেন তাদেরও স্বাক্ষর নেই উলে­খ করে মামলায় বলা হয়, আসামি মালেক সরকারি মালামাল আত্মসাৎ করেছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *