মার্সেলোকে ‘ভাই’ বললেন রোনালদো
একসঙ্গে তারা কত ম্যাচ খেলেছেন! রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ম্যানচেস্টার ইউনাইটেডে। মার্সেলো বিদায় নিলেন সান্তিয়াগো বার্নাব্যু থেকেই, ক্লাবে ১৬টি মৌসুম কাটিয়ে।
বিদায়বেলায় কাঁদলেন মার্সেলো। নিজে আবেগে ভাসলেন, ভাসালেন বাকিদেরও। রোনালদো এখন পাশে নেই। কিন্তু মার্সেলোর বিদায়ে আবেগী হয়ে পড়লেন তিনিও।
পর্তুগিজ যুবরাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় লিখলেন, ‘মার্সেলো আমার সতীর্থের চেয়েও বেশি, ফুটবল আমাকে একজন ভাই দিয়েছে।’
রোনালদো যোগ করেন, ‘মাঠ এবং মাঠের বাইরে, সে সর্বকালের সেরা তারকাদের মধ্যে অন্যতম যার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করাটা আমার জন্য আনন্দের ছিল। নতুন অভিযানে এগিয়ে যাও, মার্সেলো।’
শুধু রোনালদো নন, ব্রাজিলিয়ান তারকাকে শ্রদ্ধা জানিয়েছেন তার অন্য সাবেক ও বর্তমান সতীর্থরা। সাবেক সতীর্থ এবং অধিনায়ক ইকার ক্যাসিয়াস লিখেছেন, ‘তুমি শিশু হয়ে এসেছিলে। কতবার আমি বলেছি, মার্সেলো, ফিরে এসো! এমন একজন কিংবদন্তি হয়ে থাকার জন্য ধন্যবাদ। বন্ধু তোমাকে আলিঙ্গন, ভবিষ্যতের জন্য শুভকামনা।’
রিয়াল মাদ্রিদের আগামী দিনের তারকা ভিনিসিয়াস জুনিয়র বলেছেন, ‘মার্সেলো! সবকিছুর জন্য ধন্যবাদ! বিশ্বের সেরা ক্লাবের সবচেয়ে বেশি শিরোপা জেতা কিংবদন্তি। তোমার সঙ্গে খেলতে পারা এবং শেখা আমার জন্য আনন্দের ছিল।’
রিয়ালের আরেক তারকা টনি ক্রুস লিখেছেন, ‘আমি বলতে পারব, সর্বকালের সেরা একজন লেফট-ব্যাকের সঙ্গে খেলেছি।’