মার্কেল-পুতিন বৈঠকের শীর্ষ আলোচ্য বিষয় লিবিয়া ও ইরান
রাশিয়া ও জার্মান নেতাদের মধ্যে শনিবার মস্কো আলোচনায় মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল নিহত হওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সৃষ্ট চরম উত্তেজনা এবং লিবিয়ার রাজনৈতিক অস্থিরতার বিষয় প্রাধান্য পাবে। খবর এএফপি’র।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার বিকেলে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক করবেন। ২০১৮ সালের মে মাসের পর তার এটি প্রথম মস্কো সফর। ওই সময় এ দুই নেতা কৃষ্ণ সাগরের সোচিতে সাক্ষাত করেন।
পুতিন এ সপ্তাহে সিরিয়া ও তুরস্ক সফর করেন এবং তিনি আঞ্চলিক ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তার ভূমিকা পালনের আগ্রহ দেখান।
মস্কো আলোচনায় যোগ দিতে যাওয়া জার্মান পররাষ্ট্রমন্ত্রী হিকো মাস জানান, এ বৈঠকের প্রধান কারণ লিবিয়া সংঘাত ছড়িয়ে পড়া। সেখানের এ সংঘাত নিরসনে জার্মানি একটি মধ্যস্থতার ভূমিকা পালন করছে।
এদিকে ক্রেমলিন গত সপ্তাহে জানায়, শনিবারের আলোচনায় বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার বিষয়টি প্রাধান্য পাবে।
পুতিন সতর্ক করে দিয়ে বলেন, এ হত্যা এ অঞ্চলে মারাত্মক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
ইতোমধ্যে মস্কোর মিত্র দেশ ইরান মার্কিন হামলার জবাবে ইরাকে আমেরিকার সৈন্য থাকা দু’টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।