মার্কিন ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হামলা সমাপ্ত
ইরান বুধবার বলেছে, তারা তাদের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে হামলা শুরু করে তা শেষও করেছে। তারা ইরাকে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। খবর এএফপি’র।
এক টুইটার বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বলেন, ‘আমাদের নাগরিক ও সিনিয়র কর্মকর্তাদের ওপর কাপুরুষোচিত সশস্ত্র হামলার জবাব দিতে একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরান আত্ম-রক্ষামূলক হামলা শুরু করে তা শেষও করেছে।’
তিনি বলেন, ‘আমরা উত্তেজনা বা যুদ্ধ চাই না। তবে যেকোন আগ্রাসন মোকাবেলা করে আমরা আমাদের রক্ষা করবো।’