মানিকগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী-ছেলেকে হত্যা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শোবার ঘর থেকে এক সৌদি প্রবাসীর স্ত্রী ও ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার কাউন্নারা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সৌদিপ্রবাসী মঞ্জুর রহমানের স্ত্রী পারভীন আক্তার (২৬) ও তার ছেলে নূর মোহাম্মদ (৫)।
ওসি মতিয়ার বলেন, কাউন্নারা গ্রামের বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ছেলেকে নিয়ে থাকতেন পারভীন।
বুধবার রাতের খাবার খেয়ে পারভীন ও তার ছেলে এক ঘরে এবং পারভীনের শ্বশুর-শাশুড়ি অন্য ঘরে ঘুমিয়ে পড়েন।
ভোরে পারভীনের ঘরের দরজা খোলা দেখে শ্বশুর আবদুর রহমান ভেতরে যান। এ সময় তিনি ছেলের বউ ও নাতির লাশ পড়ে থাকতে দেখেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি বলেন, “পারভীনকে গলা কেটে ও শিশুটিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে কারা কেন তাদের হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়।”
লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।