মানিকগঞ্জে বাড়িতে ঢুকে গৃহবধূকে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
মানিকগঞ্জ শহরে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জেলা সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, বুধবার বুধবার সকাল ১০ টার দিকে সকালে শহরের দক্ষিণ সেওতা এলাকার পাঁচ ভবনের দোতলায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদা বেগম (৪২) ওই এলাকার জহিরুল ইসলামের স্ত্রী।
ওসি বলেন, মাহমুদা তার স্বামী ও মেয়ে জ্যেতি আক্তারকে নিয়ে ওই বাসায় থাকতেন। সকালে চার-পাঁচজন ব্যক্তি বাসার ভেতর ঢোকে। এ সময় মাহমুদার স্বামী ছাদে ও মেয়ে টয়লেটে ছিল। দুর্বৃত্তরা বাসার ভেতরে ঢোকার পর জ্যেতি টয়লেট থেকে বের হন। এ সময় দুর্বৃত্তরা তার হাত-মুখ বেঁধে ঘরের ভেতরে আটকে রাখে। এরপর তারা মাহমুদাকে শ্বাসরোধে হত্যার পর বাসা থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পর তা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি। তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।