মানিকগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, মধ্য ধলা গ্রামের আল-আমিন দেওয়ান (২৫) নামে এক তরুণের বিরুদ্ধে সোমবার শিশুটির মা থানায় এই মামলা করেন। রোববার দুপুরে আল-আমিন ১৩ বছর বয়সী শিশুটিকে দোকানে গিয়ে বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে রাস্তার পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।
ওসি ইমাম বলেন, শিশুটি মানসিক প্রতিবন্ধী। বাড়ি ফিরে সে তার মাকে জানায়। স্বজনরা বিষয়টি স্থানীয় মাতব্বর ও জনপ্রতিনিধিদের জানান। তারা স্থানীয়ভাবে মিটমাটের চেষ্টা করেন। মীমাংসা না হওয়ায় শিশুর মা আল-আমিনকে আসামি করে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা হয়েছে জানিয়ে তিনি বলেন, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।