মানহানির মামলায় খুলনা টাইমস সম্পাদক সুমনের জামিন লাভ
দ. প্রতিবেদক
কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হওয়া মানহানির মামলায় দৈনিক খুলনা টাইমস পত্রিকার সম্পাদক সুমন আহমেদকে জামিন দিয়েছে আদালত। গতকাল বুধবার তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ এ জামিন মঞ্জুর করেছেন। আগামী ৩ মে মামলার পরবর্তী দিন নির্ধারণ করেছে আদালত।
প্রসঙ্গত ২০১৯ সালের ৬ নভেম্বর খুলনা টাইমস পত্রিকার সম্পাদক সুমন আহমেদ এর বিরুদ্ধে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের রুবিনা আক্তার বুলি বাদী হয়ে দন্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মানহানির অভিযোগে মামলা করেন (সিআর ৪২৭/১৯)। একই বছরের ১ অক্টোবর খুলনা টাইমস পত্রিকায় রুবিনা আক্তার বুলির বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের জের ধরে মামলাটি দায়ের করা হয়।