মানসা সপ্তপল্লী আদর্শ শিশু বিদ্যাপীঠে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট মানসা সপ্তপল্লী আদর্শ শিশু বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার বিকেল ৪টায় বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার ঘোষের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে এসএমসির সদস্য শেখ সিরাজুল ইসলাম, শেখ আলী আহম্মেদ, নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন, মহিলা ইউপি শাহানারা খাতুন, সাবেক মেম্বর পূনির্মা রানী সেন, শিক্ষক হোসনে আরা, রতœা সাহা, বিল্লাল হোসেন, আঙ্গুরা বেগম, রুনা খাতুন, তুর্য ঘোষ, শাফি আক্তার, অভিভাবক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মোড়ল সহ শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।