December 21, 2024
আঞ্চলিক

মানব সেবার মাঝে প্রকৃত সুখ খুঁজে পাওয়া সম্ভব : শেখ হারুন  

খবর বিজ্ঞপ্তি  

 

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় হুইপ শেখ হারুনুর রশীদ বলেছেন, মানুষের কল্যানে আত্মনিয়োগ করার মাঝেই সুখ নিহিত। কারণ মানব সেবার মাঝে প্রকৃত সুখের সন্ধ্যান খুঁজে পাওয়া সম্ভব। প্রতিটি ধর্মের বানীতেও মানুষের কল্যানে আত্মনিয়োগ করার জন্য অনুশাসন রয়েছে। সুতরাং সমাজের বিত্তবানরা শুধু নয়, প্রত্যেককে প্রত্যেকের কল্যাণে কাজ করতে হবে। বিশেষ করে সমাজের অসহায়-দুঃখী মানুষের মূখে যাতে হাঁসি ফোঁটে, সেভাবেই আমাদের সকলকে মনোভাব গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে যার যতটুকু সমর্থ রয়েছে, তার ততটুকু দিয়ে মানুষের কল্যানে এগিয়ে আসা উচিৎ। তিনি গতকাল বুধবার বিকাল চারটায় নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অসহায়-দূস্থ মানুষের মাঝে কম্বল বিতরণকালে এক সূধী সমাবেশে এসক কথা বলেন।  

 

খুলনা জেলা পরিষদের আয়োজনে কম্বল বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়ির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, আলহাজ্ব এমএ কাদের, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সরদার জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জামিল খান, বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা জেলা শাখার সভাপতি এসএম ফরিদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সোহাগ, তেরখাদা উপজেলা যুবলীগের সভাপতি এফএম মফিজুর রহমান, বটিয়াঘাটার আহবায়ক অনুপম বিশ্বাস, জহির উদ্দীন, ইমন গাজী, গাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদ’র উপ-প্রকৌশলী হাফিজুর রহমান,  উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব বর্মন, প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান, আ’রীগনেতা শেখ অলি, কামরুল ইসলাম কনক, সরণী ইসলাম সুইটি, সবুজ, দুলী, জেলা ছাত্রলীগনেতা দ্বিপ পান্ডে বিশ্ব, আল-আমিন শেখ, চঞ্চল রায়, বিএম আব্দুল হাই প্রমূখ। জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ওইদিন বিকালে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের নির্মাণাধীন দলীয় কার্যালয় পরিদর্শন করেন।   

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *