মাদারীপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
মাদারীপুর জেলা ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত লাশ পাওয়া গেছে শহরের একটি নির্মাণাধীন ভবন থেকে।
মৃত লিমন মজুমদার মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি শহরের সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে।
সদর থানার ওসি কামরুল হাসান জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাদামতলা এলাকার ভূইয়া কমিউনিটি সেন্টারের পিছনে একটি নির্মাণাধীণ ভবনের দোতলা থেকে লিমনের গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, “পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, এখনই কিছু বলা যাচ্ছে না। “
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।