মাদারীপুরে আগুনে পুড়ে প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
মাদারীপুরের শিবচর উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে এক প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন একজন। মুন্সী কাদিরপুরে শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন জানান। নিহত করিমন বিবি (৫৫) একই ইউনিয়নের কাচাই মুন্সীরকান্দি গ্রামের মৃত আনেছ ঢালীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি মেয়ের বাড়ি বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের মুন্সী কাদিরপুর গ্রামে দুপুর ২টার দিকে আগুন ধরে। এতে কাদির শেখের বসতঘরসহ তিনটি ঘর এবং দুটি গরু পুড়ে যায়। কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন জানান, এলাকাবাসী গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে এলাকাবাসীর ধারণা। শিবচর থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।