মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু ও বিতর্কিতদের কমিটিতে স্থান দেওয়া যাবে না : মেয়র
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শনিবার বিকাল ৪টায় ফুলবাড়ীগেট আই আর আই এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
এসময় তিনি বলেন, দলের নাম ব্যবহার করে নিজের ভাগ্য পরিবর্তন ও অপকর্ম করতে দেওয়া হবে না। দলের কোন কমিটিতে মাদক. সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজ এবং বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া যাবে না। সংগঠনকে গতিশীল করতে অনুপ্রবেশকারীদের হাতে কোন ভাবেই নেতৃত্ব দেওয়া যাবে না। তিনি খানজাহান আলী থানার অন্তরগত ৫টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মহানগর আওয়ামী লীগের কাছে জামা দেওয়ার নির্দেশ দেন।
বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ফারুক হাসান হিটলু।
বক্তৃতা করেন বেগ লিয়াকত আলী, শেখ ইউনুছ আলী, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, আব্দুর রউফ খান খোকন, শেখ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, মাষ্টার মনিরুল ইসলাম, বেগ আব্দুর রাজ্জাক রাজ, সলেমান মুন্সি, শেখ জাহাঙ্গীর হোসেন, কামাল আহম্মেদ, সেলিম রেজা, ইউসুফ আলী খলিফা, মোড়ল হাবিবুর রহমান, এস এম মনিরুজ্জামান মুকুল, খ.ম লিয়াকত আলী, খান হাফিজুর রহমান, জাকারিয়া রিপন, শেখ মেহেদী হাসান, শেখ জাকির হোসেন, আজিজুর রহমান পল্টু, আব্দুল হামিদ সরদার, সৈয়দ কিসমত আলী, মোঃ শাকিল আহম্মেদ, এফ এম জাহিদ হাসান জাকির, শাহজাহান মাষ্টার, শাহারা ইরানী পিয়া, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, মিজানুর রহমান রুপম, অলিয়ার রহমান রাজু, রুমা খন্দকার মুন্নি, বায়জীদ সরদারসহ খানজাহান আলী থানা ও থানার অন্তর্গত ৫টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ