মাদক ব্যবসায়ী শেখ রানাসহ তিন আসামির রিমান্ড নামঞ্জুর
দ. প্রতিবেদক
খুলনার কথিত অনলাইন পোর্টালের সাংবাদিক শেখ রানাসহ গ্রেফতার তিনজন মাদক ব্যবসায়ীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুজ্জামান রিমান্ড শুনানী শেষে এ আদেশ দিয়েছেন।
গত রবিবার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ৫ দিনের রিমান্ড আবেদন উপস্থান করা হলে গতকাল রিমান্ড শুনানীর দিন নির্ধারন করেছিলেন। ১০০ বোতল ফেন্সিডিলসহ রানাসহ তিনজন ঢাকা মেট্রো খ-১২-৬৯৭৫ নম্বরের প্রাইভেটকারসহ ডিবি’র অভিযানে গ্রেফতার হয়।
অভিযানের সময় এ মাদক পাচারকারী চক্রের অপর একটি প্রাইভেটকার পুলিশের ভেড়িকেট রিমান্ড নামঞ্জুর হওয়া আসামিরা হলো- কথিত অনলাইন পোর্টালের সম্পাদক পরিচয়দানকারী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রায়েতকান্দি গ্রামের মোঃ ওমর আলী শেখের ছেলে শেখ রানা (৩২), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাতারপাড়া এলাকার এনায়েত হোসেন ওরফে এনাজউদ্দিন শেখের ছেলে মোঃ সোহেল শেখ (৩৬) ও বাগেরহাট জেলার রামপাল উপজেলার নবাবপুর গ্রামের মৃত কাঞ্চন আলীর ছেলে মাহামুদ হাসান (৪৪)।