মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নাই : এমপি বাবু
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। সরকার খেলাধুলার উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে আন্তর্জাতিক খেলাধুলায় দেশের পরিচিতি ও অর্জন বেড়েছে। প্রধানমন্ত্রী নিজেই একজন ক্রীড়া ও খেলোয়াড় বান্ধব উল্লেখ করে তিনি আরো বলেন, সুস্থ্য থাকা সহ মাদক মুক্ত সমাজ গড়ার জন্য খেলাধুলার কোন বিকল্প নাই।
তিনি গতকাল রবিবার বিকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ আয়োজিত বিভিন্ন ব্যক্তি ও ক্রীড়া প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এমদাদুল হক শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।