November 28, 2024
আঞ্চলিকলেটেস্ট

মাদকবিরোধী টাস্কফোর্স সভা : খুলনা থেকে মাদক নির্মূলে জনপ্রতিনিধিদের প্রতিজ্ঞা

দ: প্রতিবেদক

খুলনা জেলা মাদকবিরোধী ট্যাস্কফোর্স সাথে খুলনা’র সর্বস্তরের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মুল করার একার পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আইন শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্থরের মানুষের সহযোগিতায় খুলনাকে মাদকমুক্ত করা সম্ভব। একার পক্ষে কোন বাহিনীর মাদকনির্মুল করা সম্ভব না। সভায় সর্বস্থরের জনপ্রতিনিধিগনসহ উপস্থিত সকলকে মাদক নির্মুল করার জন্য সকলের সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ করানো হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, পৌর মেয়রগণ, সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ, জেলা পরিষদের সদস্যগণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল হাসান(বিপিএম), পুলিশ সুপার এম এম শফিউল্লাহ (বিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন, উপ-পরিচালক মো: রাশেদুজ্জামান প্রমুখ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *