December 22, 2024
আঞ্চলিক

মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে খুলনায় আটক ৩, জেল-জরিমানা

 

দ: প্রতিবেদক

খুলনায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন তেরখাদা থানাধীন ধানখালী গ্রামের মৃত লিয়াকতের ছেলে হাছান (৩১), মোঃ জাকির হোসেন এর স্ত্রী মোসাঃ সাপিয়া বেগম (৩৪) ও কুশলা ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বর ও আঃ মান্নান এর পুত্র বাবু লস্কর (৩৯)।

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর তত্ত¡াবধানে ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানাসহতার সার্কেলের স্টাফদের নিয়ে গতকাল শনিবার সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসনের বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খানের নেতৃত্বে তেরখাদা থানাধীন বিভিন্ন মাদকস্পটের মাদক ব্যবসায়ীদের বাড়িতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামী হাছানকে ৩০০ গ্রাম গাঁজা, মোসাঃ সাপিয়া বেগমকে ১০০ গ্রাম গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবনের অপরাধে বাবু লস্করকে আটক করা হয়। আটকদের প্রত্যেককে বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ ইমরান খান ঘটনাস্থলে যথাক্রমে ৬ মাস ও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *