মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনসচেতনতামূলক ‘কিউস’ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
মাদক বিরোধী জনসচেতনতা বৃদ্ধির প্রমাণ্য চিত্র প্রচারের জন্য ‘কিউস’ বিভিন্ন সরকারি দপ্তরের বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয় হতে বরাদ্দকৃত ওই সব বিতরণ করা হয়। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন ও উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানসহ কর্মকর্তারা খুলনা সিটি কর্পোরেশন কার্যালয়, খুলনা বিজ্ঞ জেলা ও দায়রাজজ কার্যালয়, খুলনা জেলা কারাগার ও খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে মাদক বিরোধী জনসচেতনতা বৃদ্ধির প্রমাণ্য চিত্র প্রচারের জন্য ‘কিউস’ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা ও দায়রা জজ বিজ্ঞ বিচারক মোঃ শহিদুল ইসলাম, খুলনা জেলা কারাগারের জেলার মোঃ কামরুল ইসলাম ও বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক। এর আগে জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, বিভাগীয় কমিশনার কার্যালয় ও রেল স্টেশনের অনুরুপ প্রমাণ্য চিত্র প্রচার করা হয়।