December 21, 2024
জাতীয়

মাতৃভাষা দিবসে কোনো হুমকি নেই : পুলিশ

দক্ষিণাঞ্চল ডেস্ক

একুশে ফেব্রæয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে কোনো ধরনের জঙ্গি হামলার হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে প্রতিবছরের মতো এবারও চার ধাপের নিরাপত্তা ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে শফিকুল ইসলাম বলেন, অন্যান্য বছর যেভাবে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়, এই বছরও তার ব্যতিক্রম হয়নি। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে। শহীদ মিনার এলাকায় সবাইকে আর্চওয়ে এবং তল­াশির মধ্য দিয়ে প্রবেশ করতে হবে।

২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে তিনি বলেন, দৃশ্যমান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সঙ্গে গোয়েন্দা পুলিশ, বিশেষ পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন।

এক প্রশ্নে তিনি পুরো শহীদ মিনার এলাকা সুইপিং করা হবে জানিয়ে বলেন, আমাদের গোয়েন্দাদের কাছে জঙ্গি হামলার কোনো ধরনের হুমকি নেই।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *