মাঠে নেমেই তামিমের দুর্দান্ত হাফসেঞ্চুরি
প্রথম দুইদিনের ম্যাচে খেলেননি তিনি। দ্বিতীয় ম্যাচে দল দ্বিতীয় দফায় ব্যাটিং করায় প্রথম দিন ব্যাটিয়ের সুযোগ মেলেনি। তবে আজ (মঙ্গলবার) ব্যাটিংয়ের সুযোগ পেয়েই হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন জাতীয় ক্রিকেটের তারকা ওপেনার তামিম ইকবাল।
লাল বলের দুইদিনের ম্যাচ হলেও, ওয়ানডে স্টাইলে খেলে ৬৬ বলে আটটি চারের সাহায্যে ফিফটি পূরণ করেন তামিম। শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে স্ট্রোক প্লে করতে থাকা তামিম অফস্পিনার বলে মারতে গিয়ে ৩০ রানে ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু উইকেটকিপার লিটন তা ধরে রাখতে পারেননি।
উল্লেখ্য, দুই দিনের ম্যাচটি শেষ পর্যন্ত একদিনে পরিণত হয়েছে। ওটিস গিবসন বাহিনীর ৮ উইকেটে ২৪৮ রানের জবাবে রায়ান কুক বাহিনীর সামনে ৪৩ ওভারে টার্গেট দেয়া হয়েছে ২০০ রানের। তাই সাদমান ইসলামকে নিয়ে পুরো আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেছেন তামিম।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ওটিস গিবসন একাদশ সোমবার ম্যাচের প্রথম দিন ৮ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করেছে। বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস আর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ হাফসেঞ্চুরি করেছেন।
বল হাতে রায়ান কুক একাদশের পেসার তাসকিন আহমেদ ৩ উইকেট দখল করেন।