January 20, 2025
খেলাধুলা

মাঠে নামতে তর সইছে না মেসির

করোনা ভাইরাস মহামারির কারণে ফুটবল থেকে লম্বা বিরতি নিতে হয়েছে ফুটবলারদের। নিজ নিজ বাড়িতেই কাটাতে হয়েছে স্বেচ্ছা নির্বাসন। এমন বিরতি মানসিকভাবে চাপের কারণ হয়ে দাঁড়ালেও, শিগগিরই মাঠে ফেরার দিকেই আপাতত সব নজর বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির।

তবে অনাকাঙ্ক্ষিত ছুটিটা বেশ উপভোগই করেছেন মেসি। বার্সায় তার বাড়িতে অনুশীলনের সব ব্যবস্থা আছে। বাগানের ছোট মাঠে অনুশীলন আর বাড়ির জিমে ব্যায়াম চালিয়ে যাওয়ায় তার ফিটনেস লেভেলও ঠিকঠাক আছে। ‘মুন্দো দেপোর্তিভো’কে এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মেসি বলেন, ‘শারীরিকভাবে আমি বেশ ভালো আছি। এখন আমি বাড়িতেই অনুশীলন করে যাচ্ছি এবং আমার মতে আমাকে এটাই ফিট থাকতে সাহায্য করছে। গৃহবন্দি থাকা খুবই কঠিন কাজ, কিন্তু বাচ্চারা এবং আন্তোনেয়ার সঙ্গে সময়টা ভালোই উপভোগ করেছি।’

ফুটবলের জন্য এই বিরতি আখেরে পজিটিভ হবে বলেই মনে করেন মেসি, ‘হয়তো এই বিরতির কারণে আমরা লাভবান হবো। কিন্তু তার আগে দেখতে হবে তারা (আয়োজকরা) প্রতিযোগিতা ফের শুরু করতে পারে কি না এবং এরপর আমাদের সব দ্বিধা কেটে যাবে। কারণ তখন আমরা আমাদের লেভেল পরীক্ষা করে দেখতে পারব।’

ফুটবল ফেরার আগে অনুশীলন শুরু হচ্ছে প্রথম ধাপ বলে মত মেসির। তবে স্বাস্থ্য নিরাপত্তা সবার আগে। তিনি বলেন, ‘অনুশীলনে ফেরাটা প্রথম ধাপ। কিন্তু আমাদের অতি আত্মবিশ্বাসী হওয়া যাবে নিরাপত্তার দিকটি নিশ্চিত হয়েই খেলা শুরু করতে হবে, কিন্তু অবশ্যই দর্শকশূন্য মাঠে।’

মাঠে ফিরতে মরিয়া মেসি। এমনকি দর্শকশূন্য মাঠ নিয়েও তার আপত্তি নেই, ‘ব্যক্তিগতভাবে প্রতিযোগতা ফেরার ব্যাপারে আমার তর সইছে না। আমরা জানি স্টেডিয়ামে দর্শক না থাকাটা একটু অদ্ভুত দেখাবে এবং ট্রেনিং ক্যাম্পেও কিছু ইস্যু আছে। কিন্তু আমরা আমাদের পরিবার থেকে একদমই আলাদা থাকতে চাই না। আমাদের এখন এর শেষ দেখার অপেক্ষায় থাকতে হবে।’

গ্রীষ্মের দলবদলের বাজারে নতুন খেলোয়াড় কিনতে যাচ্ছে বার্সা। তবে সরাসরি কোনো ইঙ্গিত দেননি তিনি, ‘দলবদলের ব্যাপারে কাজ করার জন্য ক্লাবের নিজস্ব লোকজন আছে এবং দায়িত্বটা তাদের। এটা পরিস্কার যে বর্তমান পরিস্থিতিতে অনেক কিছুই হবে যা আগে হয়নি, সেটা দলদবলের বাজারের ক্ষেত্রেও। আমাদের এটা ভাবতে হবে যে, আমাদের যা আছে সেটাকেই আমরা আরও উন্নীত করতে পারি।’

ইন্টার মিলানের ফরোয়ার্ড লাওতারো মার্তিনেসকে নিয়েও মুখ খুলেছেন মেসি।গত কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে দুজনে একসঙ্গে লড়েছেন। এই গ্রীষ্মে বার্সার মূল টার্গেটদের মধ্যেও এই তরুণ তারকার নাম এসেছে বহুবার। কিন্তু মেসি বললেন, ‘আমি জানি না তার জন্য বর্তমানে কোনো দরকষাকষি করা হচ্ছে কি না।’

তবে স্বদেশী ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসালেন রেকর্ড ৬টি ব্যালন ডি’অর জয়ী মেসি, ‘আমি আগেও বলেছি লাওতারো দুর্দান্ত একজন ফরোয়ার্ড। কারণ আমার মতে সে পরিপূর্ণ: সে শক্তিশালী, ভালো ড্রিবল করতে পারে, গোল করতে পারে, বল ধরে রাখতে জানে…কিন্তু, ওর এবং আরও যাদের নাম আলোচনায় আসছে তাদের কি হবে তা জানতে আমাদের অপেক্ষায় থাকতে হবে।’

আগামী জুনের মাঝামাঝি সময়ে ফের শুরু হতে যাচ্ছে লা লিগার বর্তমান মৌসুম। এ উপলক্ষে অনুশীলনে ফিরেছে ক্লাবগুলো। তার আগে অবশ্য সব খেলোয়াড়কে করোনা পরীক্ষায় অংশ নিতে হয়েছে। আর সেই পরীক্ষায় উতরে গেছেন মেসিরা। তবে অনুশীলনে ফিরলেও তা এখন ব্যক্তি পর্যায়েই সীমিত রাখা হয়েছে। আজ শুক্রবার ফের করোনা পরীক্ষার পর ধীরে ধীরে দলীয়ভাবে অনুশীলন শুরু করতে পারবে কিকে সেতিয়েনের শিষ্যরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *