মাঝনদীতে ডুবে গেল ট্রলার মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ট্রলার ডুবে মা ও সাত বছরের শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক নারী। গতকাল শনিবার বিকেলে উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃতরা হলেন ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের শিমলা উত্তরপাড়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী মোছা. ইয়াসমিন ৩০), তার শিশুসন্তান মো. ইয়াসিন মিয়া (৭) ও রায়টুটি পূর্বপাড়া গ্রামের জব্বার হোসেনের স্ত্রী আছিয়া খাতুন (৬০)।
ইটনা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আহসান হাবিব বলেন, যাত্রী ও মালামালবোঝাই করে ইঞ্জিনচালিত একটি ট্রলার তাড়াইল উপজেলার থেকে ইটনা উপজেলার রায়টুটি যাচ্ছিল। বিকেল ৪টার দিকে শিমলা বর্শিকুড়া এলাকায় সিনাই নদীতে পৌঁছালে অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।
এ সময় ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে যায় এক শিশুসহ চারজন। পরে আশপাশের লোকজন দুই নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করে। আহত জায়েদা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় ইটনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া করনসী গ্রামের বদরুল আলমের স্ত্রী।