December 22, 2024
জাতীয়

মাগুরায় হামলায় কৃষক নিহত, বাড়িতে আগুন

দক্ষিণাঞ্চল ডেস্ক

মাগুরায় বাড়িতে হামলা চালিয়ে এক কৃষককে হত্যা করা হয়েছে। এর জেরে প্রতিপক্ষের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি লুটপাটের চেষ্টা হয়েছে। নিহত মুক্তার মোল­া (৬০) মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের জলি­ল মোল­ার ছেলে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসালাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোল­া ও মৃধা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মোল­ারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। অন্যদিকে মৃধারা আগে বিএনপির রাজনীতি করলেও স¤প্রতি তারা স্থানীয় আওয়ামী লীগের একটি গ্র“পের সঙ্গে সম্পৃক্ত হয়েছে।

এই বিরোধ নিয়ে কয়েক দিন ধরে দুই পক্ষে উত্তেজনা চলছে। শনিবার সকালে একটি বিরোধপূর্ণ জমির গাছকাটা নিয়ে দ্ব›দ্ব বাধে। এর জেরে মৃধারা মুক্তার মোল­ার বড়িতে গিয়ে তাকে কুপিয়ে জখম করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত মুক্তারকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মুক্তার হোসেনের মৃত্যু হয়েছে। এর জেরে প্রতিপক্ষের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি লুটপাটের চেষ্টা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি তারকনাথ বিশ্বাস বলেন, ঘটনার পর উভয় পক্ষ ধাওয়া-পাল্টা-ধাওয়া ও বাড়িঘর লুটপাটের চেষ্টা করে। একপক্ষ প্রতিপক্ষের একটি বাড়িতে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় ফাঁড়ির পুলিশ ও মহম্মদপুর থানা পুলিশ কাজ করছে। তাছাড়া মাগুরা থেকে অতিরিক্ত রির্জাভ পুলিশ আনা হচ্ছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *