January 2, 2025
জাতীয়

মাগুরায় ব্যবসায়ীর দেনার দায়ে আত্মহত্যা

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

মাগুরা শহরে এক ব্যবসায়ী দেনার দায়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, শহরের নতুন বাজার এলাকার উৎপল সাহা (৪৭) নামে এই ব্যবসায়ী সোমবার রাতে বাড়ির একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। উৎপল তার শহরের দোকানে মুদি ও স্টেশনারি পণ্য পাইকারি কেনাবেচা করতেন।

ওসি সিরাজুল বলেন, মালপত্র কেনা বাবদ উৎপল বিভিন্ন মহাজনের কাছে ২৫ লাখ টাকার দেনায় পড়েন। অন্যদিকে বিভিন্ন দোকানে মাল সরবরাহ বাবদ তার ৪০ লক্ষাধিক টাকা বকেয়া পড়ে। পাওনা আদায়ের জন্য তিনি স¤প্রতি হালখাতা করেন, কিন্তু সিকি ভাগ পাওনা টাকাও আদায় হয়নি। ওদিকে মহাজনরা তাকে চাপ দিচ্ছিলেন। এসব কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উৎপল আত্মহননের পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে পরিবার কোনো অভিযোগ দেয়নি বলে তিনি জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *