মাগুরায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে কৃষকের মৃত্যু, গ্রাম লক ডাউনে
জ্বর, কাশি ও স্বাসকষ্ট নিয়ে মাগুরার এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় একটি গ্রাম লক ডাউন করেছে প্রশাসন। পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে নমুনা।
৪৮ বছর বয়সী এই কৃষকের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার কলমধরী গ্রামে। শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এর আগে তাকে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোকছেদুল মমিন বলেন, “বৃহস্পতিবার সকালে জ্বর, কাশি ও স্বাসকষ্ট নিয়ে আসা এই কৃষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
“শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানের সঙ্গে সঙ্গে তিনি মারা যান।”
তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা তা পরীক্ষার জন্য ঢাকায় নমুনা পাঠানো হবে বলে তিনি জানান।
মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের সহায়তায় ওই কৃষকের যেখানে বাড়ি, সেই কলমধরী গ্রাম লক ডাউন করা হয়েছে। ঢাকা থেকে পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আর লাশ বিশেষ নিরাপত্তার সঙ্গে দাফন করা হবে বলে জানিয়েছেন মহম্মদপুর থানার ওসি তারক নাথ বিশ্বাস।