মাওলানা এম এ হান্নানের চিকিৎসায় ইমাম পরিষদের আর্থিক সহযোগিতা
খবর বিজ্ঞপ্তি
নগরীর ইকবাল নগর জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা আব্দুল হান্নানের চিকিৎসার জন্য খুলনা জেলা ইমাম পরিষদের পক্ষ থেকে গতকাল বুধবার এক লাখ টাকা আর্থিক সহযোগিতা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস সউদ, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আযাদ, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আলী আহমাদ, মাওলানা শফিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ইকবাল নগর জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।