December 21, 2024
আঞ্চলিক

মহেশ্বরপাশা এতিমখানায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) স্বপ্নকানন শাখার উদ্যোগে মহেশ্বপাশা মানিকতলা সরকারী শিশুপরিবার (বালক) ও সরকারী ছোটমনি নিবাস (এতিমখানা) শিশু এতিমদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল এতিম শিশুদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা, ছড়া ও সংগঠনের উদ্যোগে সকল এতিম শিশুদের জন্য দুপুরে উন্নত মানের খাবার, বিকালে বিভিন্ন খেলা ধুলার মধ্য দিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন স্বপ্নকানন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুয়েট শিক্ষার্থী আদিল মাহমুদ অংকন।

কুয়েট শাখার সভাপতি আফজাল উদ্দিন খান সজিব, সাধারণ সম্পাদক ইসমাত জাহান বিথি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তন্ময়, সদস্য ফৌজিয়াবাররাহ, তানজিল আহম্মেদ রবিন, ইনদাদুল, রাসেল, সিয়াম, রকি, ইমন, সৈকত প্রমুখ উপস্থিত থেকে সকল অনুষ্ঠান গুলি পরিচালনা করেন। উল্লেখ্য স্বপ্নকানন সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত এবং একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দ্বারা পরিচালিত।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *