মহেশ্বরপাশায় ৩২ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দিঘলিয়া ক্লাব
ফুলবাড়ীগেট প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মরণে মহেশ্বরপাশা জাতীয় তরুণ সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত ৩২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকাল ৩টায় মহেশ্বরপাশা জাতীয় তরুণ সংঘ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোলশুন্য ভাবে শেষ হলে ট্রাইবেকারে দিঘলিয়া ক্লাব তেলিগাতী পুরবী সংঘকে ২- ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের রাফি ম্যান অব দ্য ম্যাচ ও তেলিগাতি রানারসআপ দলের রিপন ম্যান অবদা সিরিজ নির্বাচিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা আওয়ামীলীগের সভাপতি শেখ সৈয়দ আলী।
জাতীয় তরুন সংঘ সভাপতি সাবেক ্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান খান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসিই বিভাগের অধ্যাপক ড. শেখ শরিফুল আলম, খুলনা সরকারী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক বিধান চন্দ্র রায়, দৌলতপুর থানা অফিসার্স ইনচার্জ কাজী মুস্তাক আহম্মেদ (পিপিএম), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোল্যা মুজিবর রহমান, তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠাতা শেখ জাহিদ ইকবাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আফজাল হোসেন বুলবুল, মোঃ সোহেল, এম আসাদুজ্জামান, মহসিন রেজা প্রমুখ। খেলায় ম্যাচ রেফারী ছিলেন মোঃ খোকন।