মহেশখালীতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার, পাশে ইয়াবা
দক্ষিণাঞ্চল ডেস্ক
কক্সবাজারের মহেশখালীতে ছয় মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ; ঘটনাস্থল থেকে পাওয়া গেছে ইয়াবা ও অস্ত্র।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের কালমারদিয়া ঘোনা এলাকা থেকে মঙ্গলবার ভোরে লাশটি তারা উদ্ধার করেন। নিহত মোহাম্মদ শাহাবুদ্দিন (৩০) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে। শাহাবুদ্দিনকে ‘চিহ্নিত সন্ত্রাসী’ ও ‘জলদস্যু’ দাবি করে পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে মহেশখালী থানায় ছয়টি মামলা রয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, কালমারদিয়া ঘোনার পাহাড়ি এলাকায় গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়য়েছে পুলিশ।